গাইড নম্বর: #2
উত্তরখান, ঢাকা- ১২৩০
0
শায়েখ আকরামুজ্জামান বিন মাদানী শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ১৯৬৮ সালে বর্তমান ঠাকুরগাও জেলার অন্তর্গত হরিপুর থানাধীন খামার গ্রামে একটি আলিম ও দ্বীনদার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে ঢাকা উত্তর যাত্রাবাড়ীতে অবস্থিত মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া নামক একটি কওমি মাদ্রাসা থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে দাওরা হাদিস পাশ করেন। উক্ত কওমি মাদ্রাসায় অধ্যয়নকালে আলিয়া থেকে ১৯৮৬ সালে দাখিল, ১৯৮৮ সালে আলিম এবং ১৯৯০ সালে ফাজিল পাশ করেন। ১৯৮৯ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তি হন। সেখানে অধ্যয়নকালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্যস্কলারশিপ লাভ করেন। ১৯৯৪ সনে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লীসান্স পাশ করেন। বর্তমানে তিনি সরাসরি ৫টি শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান পরিচালনাসহ বহু প্রতিষ্ঠানের পরিচালনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন। গ্রন্থ সংকলন এর ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে। সহীহ বুখারী ও মুসলিমের অনুবাদ-সম্পাদনাসহ বিভিন্ন বিষয়ে প্রায় অর্ধশতাধিক গ্রন্থ প্রণয়ন করেছেন। ইসলামী আকীদা, এঁক্য ও জঙ্গিবাদের উপর তার লিখিত গ্রন্থগুলো বেশ আলোড়ন সৃষ্টিকারী।
লীস্যাল, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব ৷
এম. এ. দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ঢাকা।
মহা পরিচালক, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনষ্টিটিউট, উত্তর খান ও দক্ষিনখান্, ঢাকা।
প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মাদরাসাতুল ফুরকান আল ইসলামিয়্যাহ। রাণীশংকৈল, ঠাকুগাও ৷
বিভাগীয় প্রধান - সাবেক, শিক্ষা ও দাওয়াহ বিভাগ: জমঈয়াতু ইহয়াউত্ তুরাছ আল-ই্সলামী, কুয়েত বাংলদেশ অফিস।
সহকারী অধ্যাপক (সাবেক), বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা