Rating:
4.0
পবিত্র মদিনা নগরীর হৃদয়ে অবস্থিত Madinah Hilton Hotel এক বিলাসবহুল ও আরামদায়ক থাকার অভিজ্ঞতা প্রদান করে। মসজিদে নববীর একদম পাশে অবস্থিত এই হোটেলটি হজ ও উমরাহ যাত্রীদের জন্য এক আদর্শ ঠিকানা। আধুনিক সুযোগ-সুবিধা, চমৎকার আতিথেয়তা এবং পরিবারবান্ধব পরিবেশ এই হোটেলকে করেছে অনন্য। অতিথিরা এখান থেকে সহজেই ইবাদত, বিশ্রাম ও ভ্রমণ—সবকিছুর সমন্বয় করতে পারেন।