গাইড নম্বর: #47
সাভার,ঢাকা
0
তিনি শিক্ষা জীবন শুরু করেন ঢাকার লালবাগে অবস্থিত জামিয়া শারিফিয়া (পূর্ব নাম: শারিফুল উলূম আরাবিয়া) মাদরাসায়, যেখানে ২০১১ সালে তিনি হিফজুল কোরআন সম্পন্ন করেন। এরপর উচ্চতর ইসলামি শিক্ষায় আত্মনিয়োগ করে ২০১৯ সালে জামিয়া মাদানিয়া বারিধারা থেকে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) সম্পন্ন করেন। ২০২০ সালে ঢাকার রামপুরায় অবস্থিত জামি'আতুল আস'আদ থেকে ইফতা বিভাগে বিশেষজ্ঞতা অর্জন করেন।
Cart is empty