গাইড নম্বর: #24
পিরোজপুর, বরিশাল
0
মুফ্তি আশিকুর রহমান নেছারী পিতা: মোঃ ইদ্রিস আলী। ১৯৯৮ সালে বর্তমান বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলাধীন নেছারাবাদের সোহাগদল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।২০২৩ সালে বরিশাল বিভাগ ঝালকাঠিতে অবস্থিত অত্যন্ত স্বনামধন্য বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে ইফতা পাস করেন। বর্তমানে তিনি শতাব্দি এভিয়েশন সাথে একজন মোয়াল্লিম হিসেবে সম্পৃক্ত রয়েছেন।
প্রতিষ্ঠাতাঃ দারুল কুরআন ইসলামিক সেন্টার বাংলাদেশ।
ডাইরেক্টরঃ আউলিয়া হজ্ব ও ওমরাহ সার্ভিস।
ইমাম ও খতিবঃ মিরাপাড়া মসজিদ কমপ্লেক্স, মুন্সিগন্জ।