ইহরামের জন্য বুকে ঝুলানো ব্যাগ একটি প্রয়োজনীয় ও নিরাপদ সমাধান। এতে টাকা, মোবাইল, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সবসময় কাছে ও সুরক্ষিত থাকে।
ইহরামের কাপড়ে পকেট না থাকায় হাজি ও উমরাহ যাত্রীদের জন্য বুকে ঝুলানো ব্যাগ একটি অত্যন্ত কার্যকর জিনিস। এই ব্যাগ ব্যবহার করলে গুরুত্বপূর্ণ জিনিস যেমন টাকা-পয়সা, মোবাইল ফোন, পাসপোর্ট, টিকেট ও অন্যান্য কাগজপত্র শরীরের সাথে নিরাপদে রাখা যায়। যেহেতু এটি বুকের সামনে ঝুলে থাকে, তাই সবকিছু হাতে রাখার মতো সহজে পাওয়া যায় এবং হারানোর সম্ভাবনা অনেক কমে যায়। এছাড়া ব্যাগটি হালকা ও আরামদায়ক হওয়ায় হাঁটা, তাওয়াফ বা সাঈ করার সময় কোনো অসুবিধা হয় না। ইহরামের জন্য বুকে ঝুলানো ব্যাগ প্রতিটি যাত্রীর জন্য ভ্রমণকে নিরাপদ, সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত করে তোলে।
Cart is empty